প্রায় সব ছাত্র সংগঠনের দাবি উপেক্ষা, হলেই ভোটকেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তির পরও হলেই ভোটকেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ছাড়া অধিকাংশ ছাত্র সংগঠনই হলে ভোটকেন্দ্র করার বিরোধিতা করেছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বরধারী নিয়মিত শিক্ষার্থীদের যে কেউ প্রার্থী হতে পারবেন, তবে এক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রার্থী হতে হলে অবশ্যই বয়স ৩০ বছরের কম হতে হবে।
ডাকসু নির্বাচন নিয়ে সিন্ডিকেট বৈঠক শেষে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এমফিল’র শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। তবে পিএইচডি’র শিক্ষার্থীদের জন্য এই সুযোগ থাকছে না।
হলে ভোটকেন্দ্র করার যে বিধান ছিল সেটি পরিবর্তনের দাবি জানিয়ে বেশিরভাগ ছাত্র সংগঠনের বক্তব্য ছিল, হল ছাত্রলীগের নিয়ন্ত্রণে। বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা হলে থাকতে পারেন না। তাই হলে ভোটকেন্দ্র হলে নির্বাচন সুষ্ঠু হবে না। এর পরিবর্তে অনুষদে ভোটকেন্দ্র করার দাবি জানিয়েছিল তারা।
Comments