নির্বাচনকালীন ভুল থেকে শিক্ষা নিন: নির্বাচনী কর্মকর্তাদের সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আজ (৩০ জানুয়ারি) নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকালীন ভুল থেকে শিক্ষা নিন এবং আসন্ন উপজেলা নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুতি নিন।
cec
৩০ জানুয়ারি ২০১৯, রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিইসি। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আজ (৩০ জানুয়ারি) নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকালীন ভুল থেকে শিক্ষা নিন এবং আসন্ন উপজেলা নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুতি নিন।

আজ (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল বলে জানান সিইসি। এসময় ইভিএম ব্যবহারে যেসব ভুল ছিল সেগুলো শনাক্ত করে উপজেলা নির্বাচনের আগেই সংশোধন করার নির্দেশ দেন তিনি।

সিইসি বলেন, “যেহেতু ভোটগ্রহণের ক্ষেত্রে ইভিএম এখন পর্যন্ত একটি নতুন পদ্ধতি। এতে কোনো ত্রুটি ধরা পড়লে মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে পড়বে।”

এসময় নির্বাচনী কর্মকর্তাদের অত্যন্ত মনোযোগ সহকারে প্রশিক্ষণে অংশ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে ‘নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago