মালয়েশিয়ার রাজা হিসেবে শপথ নিলেন আব্দুল্লাহ
মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন আব্দুল্লাহ রিয়াইয়াতুদ্দিন। শত বছরের ঐতিহ্য মেনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পেহাং রাজ্যের এই সুলতান আগামী পাঁচ বছরের জন্যে পুরো দেশের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করলেন।
মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন জানায়, আজ (৩১ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ শতাধিক অতিথি অংশ যোগ দিয়েছিলেন।
এতে আরও বলা হয়, সেসময় সাবাহ রাজ্যের মুফতি বুনগসু আজিজ জাফর রাজা এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে সুলতান আব্দুল্লাহ দেশটির সাবেক রাজা ও কেলানতান রাজ্যের সুলতান পঞ্চম মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন। তিনি গত ৬ জানুয়ারি তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ দুই বছরের মাথায় আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
ধারণা করা হচ্ছে, এক সাবেক রুশ সুন্দরীকে বিয়ে করার খবর গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর পঞ্চম মোহাম্মদ পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে, রাষ্ট্রীয়ভাবে তার পদত্যাগের কোনো কারণ বলা হয়নি।
সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে মালয়েশিয়ার রাজা হওয়ার আগে ৫৯ বছর বয়সী আব্দুল্লাহকে দেশটির জাতীয় গণপরিষদ স্বাগত জানায়।
আজ একই সঙ্গে পেরাক রাজ্যের সুলতান নাজরিন শাহ মালয়েশিয়ার উপ-রাজা হিসেবও শপথ গ্রহণ করেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন:
Comments