বিতর্কে নাইকির জুতা

nike
আমেরিকার বহুজাতিক ফুটওয়্যার প্রস্ততকারক প্রতিষ্ঠান নাইকি’র যে জুতা নিয়ে এখন চলছে বিতর্ক। ছবি: দ্য স্ট্রেইটস টাইমস/ এশিয়া নিউজ নেটওয়ার্ক

আররি হরফে ‘আল্লাহ’ লিখলে যেমন দেখায়, নাইকি’র নতুন জুতার ডিজাইনে কিছুটা সেরকম দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন দেশের মুসলমানরা একে ‘ইসলামের জন্যে অবমাননাকর’ বলে মনে করছেন।

গতকাল (৩১ জানুয়ারি) ইন্দোনেশিয়ার গণমাধ্যম দ্য জাকার্তা পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাইগা নওরিন নামের এক মুসলমান ক্রেতা নাইকি’র জুতা কিনতে গিয়ে এটি দেখতে পান। তারপর, তিনি দ্রুত সেই ডিজাইনের জুতাগুলো বিশ্ববাজার থেকে তুলে নিতে অনলাইনে নাইকির কাছে দাবি জানান।

প্রতিষ্ঠানটিকে অভিযুক্ত করে তিনি লিখেন, “জুতায় এই ডিজাইন ব্যবহার করার অনুমতি দিয়ে নাইকি একটি ভয়ঙ্কর ও সাংঘাতিক কাজ করেছে। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে এবং এটি ইসলামের প্রতি অবমাননাকর।”

নওরিনের আরও লিখেন, “নাইকি এয়ার ম্যাক্স ২৭০ জুতার তলায় লোগো হিসেবে যা লেখা হয়েছে তা দেখতে আরবি হরফে ‘আল্লাহ’-এর মতো…।” তার সঙ্গে একমত সবাইকে তিনি তার আবেদনে সই করার অনুরোধও করেছেন।

তবে নাইকি এই অভিযোগকে অস্বীকার করে একে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, স্টাইল করে ‘নাইকি এয়ার ম্যাক্স’ লিখা হয়েছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।

নাইকি’র একজন প্রতিনিধি রুশ সংবাদমাধ্যম আরটি’কে বলেন, “এর মাধ্যমে ‘নাইকি এয়ার ম্যাক্স’ ব্র্যান্ডটিকে তুলে ধরা হয়েছে। যদি তা দেখতে অন্য কিছুর মতো হয় তাহলে তা অনিচ্ছাকৃত।”

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

44m ago