চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের ‘আত্মহত্যা’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডাক্তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ডাক্তারের মৃত্যু সম্পর্কে পুলিশ ও পরিবারের সদস্যরা বলেছেন, মুস্তফা মুর্শেদ আকাশ (৩২) ধমনীতে ইনসুলিন ইনজেকশন করে ‘আত্মহত্যা’ করেছেন।
ছোটভাই নেওয়াজ মুর্শেদ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত ছিলেন আকাশ। চাঁদগাঁ আবাসিক এলাকায় তাদের ভাড়া বাসার ওয়াশরুমে ঢুকে ইনসুলিন ইনজেকশন নেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ভোর ৫টার দিকে ওয়াশরুমে যায় আকাশ। ভেতর থেকে সাড়া না পাওয়ায় সাড়ে ৫টার দিকে আমি দরজায় ধাক্কা দেই। কিন্তু এর পরও ভেতর থেকে সাড়া না আসায় দরজা ভেঙে ফেলার চেষ্টা করি।
“এর এক পর্যায়ে আকাশ ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। এসময় মেঝেতে ইনসুলিনের এম্পুল পড়ে ছিল।”
আকাশ তার রক্তে ইনসুলিন ইনজেকশন নিয়েছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সংকটজনক অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়েছিল। সকাল ৬টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব পালিত বলেন, ময়না তদন্তের মাধ্যমে আকাশে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মৃত্যুর প্রায় ঘণ্টাখানেক আগে আকাশ তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে নৈতিক কারণে স্ট্যাটাসে তার বক্তব্য এখানে উল্লেখ করা হলো না।
Comments