প্রধানমন্ত্রীর চা-চক্রে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গণভবনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জোটের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে সেখানে কর্মরত একজন ব্যক্তির হাতে চিঠিটি পৌঁছে দিয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে জানান জোটের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
এর আগে, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোকে আজ শনিবার গণভবনে চা-চক্রের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক হয়। বৈঠকে ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর ঐক্যফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের বহু নেতা-কর্মী এখনও জেলে আছেন। নতুন নতুন মামলায় আরও সংখ্যক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।
Comments