মৃত্যুর সঙ্গে ১২ দিন লড়ে হারলেন আহত চবি শিক্ষার্থী
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত চৌধুরী (২৩) মারা গেছেন। মৃত্যুর সঙ্গে ১২ দিন পাঞ্জা লড়ে আজ শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দ্য ডেইলি স্টারের চবি সংবাদদাতা জানান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন নুসরাত চৌধুরী। চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গত ২১ জানুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় তিনি আহত হয়েছিলেন।
নিহতের স্বামী ফখরুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়।
হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. আনিসুল ইসলাম খানকে উদ্ধৃত করে ফখরুল বলেন, নুসরাতের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছিল।
Comments