শক্তি কমছে কিন্তু মজাটা টের পাচ্ছেন মাশরাফি

Mashrafee Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল।টি-টোয়েন্টি ক্রিকেটের রাজাই বলা হয় তাদের। তার সঙ্গে রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। নামের বিচারে খুব বড় না হলেও চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন এ দুই ব্যাটসম্যান। তাই রংপুর রাইডার্সের টপ অর্ডার নিঃসন্দেহে ছিল সবার সেরা। কিন্তু ইনজুরি ও চুক্তির কারণে হেলস ও ভিলিয়ার্সকে নকআউট পর্বে পাচ্ছে না দলটি। তাতে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে চ্যাম্পিয়নরা। কিন্তু এটাকে বড় সমস্যা মনে করছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উল্টো তাদের ছাড়াই মজা পাবেন বলে জানান অধিনায়ক।

ছয় ম্যাচের জন্য চুক্তি করেই ঢাকায় রেখেছিলেন ভিলিয়ার্স। নকআউট পর্বে গেলে চুক্তি বাড়ানোর চিন্তা ছিল রংপুরের। কিন্তু চুক্তি নবায়ন করেননি এ প্রোটিয়া তারকা। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলেই দেশে ফিরে যাচ্ছেন তিনি। আর কাঁধের ইনজুরিতে পড়ে এর মধ্যেই ঢাকা ছেড়েছেন হেলস। তাই পরের ম্যাচে এ দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই খেলতে হচ্ছে দলটিকে। কিন্তু তাদের ছাড়া খেলার কঠিন চ্যালেঞ্জটা উপভোগ করতে চান অধিনায়ক।

‘এটা মজার এখন আমার কাছে মনে হয়। এবি ডি ভিলিয়ার্স, আমরা জানতাম যে ও ছয়টা ম্যাচ খেলে চলে যাবে, আমরাও মানসিকভাবে প্রস্তুত। আর বিষয়টা হচ্ছে আসলে এই রকম টুর্নামেন্টে অনেক কিছু ওই রকম হয়, একজন চোটে পড়তে পারত। কিন্তু এটাও মজা আছে যে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সঙ্গে এভাবে খেলা।’- ভিলিয়ার্সদের চলে যাওয়া নিয়ে এমনটাই বলেন মাশরাফি।

ঠিক যতটা আলোচনা তাদের টপ অর্ডার নিয়ে হচ্ছে ততোটা মানতে নারাজ মাশরাফি। মূলত হেলস ও রুশো ভালো খেলার কারণেই এমন আলোচনা হচ্ছে বলে মনে করেন তিনি। তার চেয়ে কুমিল্লা ও ঢাকাকে ঢের শক্তিশালী দল মনে করেন তিনি, ‘সব সময় আমাদের টপ অর্ডারে যে চারজন আছে, রুশোকে তো খুলনা রিটেইনই করেনি। রুশো, হেলসকে আমি মনে করি যে, কেউ হয়তো বা ধরেনি এখানে এসে ওরা পারফর্ম করবে। ভারসাম্যের দিক দিয়ে অবশ্যই আমার কাছে মনে হয় না যে, কুমিল্লা ও ঢাকার কাছে কোনো দল আছে।’

তবে মজা পেলেও হেলস-ভিলিয়ার্সদের মতো খেলোয়াড়দের মাশরাফি যে মিস করবেন না এমনটাও নয়। কিন্তু তাদের বিকল্প খেলোয়াড় আনার চিন্তাও করেননি। রবি বোপারা, বেনি হাওয়েলদের উপরই আস্থা রাখছেন তিনি, আমরা কোনো খেলোয়াড় আনার চিন্তা করি নি। আমরা ভাগ্যবান যে হেইলস এই উইকেটে এসে রান করেছে। টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল যদি সেখানে হত তাহলে আমি বলতাম যে আমরা তাঁকে মিস করব। অবশ্যই মিস করব ওদের, ওরা গ্রেট খেলোয়াড়। বিশেষ করে ড্রেসিং রুমে। আর অবশ্যই মাঠে আমাদের যা আছে তা নিয়ে লড়াই করব।’

Comments

The Daily Star  | English

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago