পূর্বাচলে নতুন আলো দেখছে বিসিবি
রাজধানীর অদূরে পূর্বাচলে অত্যাধুনিক স্টেডিয়াম ও পাঁচ তারকা হোটেল করার পরিকল্পনা নিয়েছে বিসিবি। আগামী তিন বছরের মধ্যে দৃষ্টিনন্দন ও শৈল্পিক নকশায় স্টেডিয়াম করতে আশাবাদি বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
শনিবার বিসিবি কার্য নির্বাহী পর্ষদের বৈঠকে অন্যতম এজেন্ডা ছিল পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ। স্টেডিয়াম নির্মাণে ১০ লাখ টাকার বিনিময়ে পূর্বাচলে ৩৭.৪৯ একর জমি বিসিবির নামে হস্তান্তর করেছে সরকার।
বৈঠক শেষে বোর্ড প্রধান জানান নিজস্ব অর্থায়নেই দ্রুত সময়ে নতুন স্টেডিয়াম করতে চান তারা, ‘পূর্বাচলে ৩৭.৪৯ একর জমি আমরা পেয়েছি। সেজন্য বোর্ড মিটিংয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি।’
‘আমরা ঠিক করেছি এটার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। বেসিক্যালি ডিজাইন এবং কনসালটেন্সির জন্য।’
পরামর্শক ও নকশাকার নিয়োগ করতে প্রক্রিয়া নিয়েও আলাপ হয়েছে বোর্ড মিটিংয়ে। তাদের নিয়োগ করতে বিসিবির বাইরে থেকেও বিশেষজ্ঞ নেওয়া হবে বলে জানান নাজমুল, ‘তাদের (নকশাকার ও পরামর্শক) নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরের থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব। আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ করতে চাই।’
এখন পর্যন্ত দেশের সবগুলো স্টেডিয়াম নির্মাণে ছিল জাতীয় ক্রীড়া পরিষদ। অর্থায়ন হত সরকারিভাবে। তবে এবার বিসিবি নিজস্ব খরচে, নিজস্ব অর্থায়নেই করতে যাচ্ছে ক্রিকেটের জন্য আধুনিক স্টেডিয়াম, ‘পুরোটা করবে বিসিবি। আমরা নিজেরাই করব, নিজ খরচে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। এটার ধারণ ক্ষমতা বেশি হবে। এবং এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি একটা আইকনিক কিছু করব।’
বোর্ড সভাপতি জানান কেবল স্টেডিয়ামই নয়। এর সঙ্গে একাডেমি, ইনডোরসহ সব সুবিধাই রাখতে চায় বিসিবি, ‘এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে সবই থাকবে। দর্শক ধারণ ক্ষমতা কমপক্ষে ৫০ হাজার হবে।’
স্টেডিয়াম লাগোয়া একটি পাঁচ তারকা হোটেলও করতে চায় বিসিবি, ‘পাঁচ তারকা মানের একটা হোটেলও ওখানে চাচ্ছি আমরা। হোটেল আমাদের আওতায় থাকবে কিন্তু হোটেল আমরা বানাচ্ছি না। আগে স্টেডিয়াম নিয়ে কাজ করব।’
Comments