‘বিভোর হয়ে’ লিজা
নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন এই সময়ের একজন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী লিজা। গানটি শিরোনাম ‘বিভোর হয়ে’। এর কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম এবং সুর-সংগীত করেছেন নাহিদ নোমান অরূপ।
গানটির মিউজিক ভিডিওটি আজ (৩ ফেব্রুয়ারি) জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ভিডিওতে লিজার সঙ্গে মডেল হয়েছেন নিলয় চৌধুরী ও মুমু। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন খান মাহি।
দ্য ডেইলি স্টার অনলাইনকে লিজা বলেন, “আমার ‘বিভোর হয়ে’ গানটি প্রায় দুই বছর আগে রেকর্ডিং করেছি। এর আগে এর লিরিকাল ভিডিও প্রকাশ হয়েছিল। গানটি জনপ্রিয় হওয়ায় এর মিউজিক ভিডিও করার পরিকল্পনা করা হয়।”
তিনি আশা করেন গানটি সবার ভালো লাগবে।
Comments