মানসিক শক্তিতে নিজেদের এগিয়ে রাখছে রংপুর
এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুবারের দেখায় দুবারই একশোর নিচে গুঁড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে জিতেছিল রংপুর রাইডার্স। প্রথম পর্বে বিধ্বস্ত হওয়া কুমিল্লাকে এবার ফাইনালে উঠার লড়াইয়েও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রংপুর। প্রতিপক্ষকে ক্রিকেটীয় সমীহ করলেও আগের দুই দাপুটে জয়ের জেরেই নিজেদের মানসিক শক্তিতে এগিয়ে রাখছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গেল ৮ জানুয়ারি এবার দুদলের প্রথম দেখায় কুমিল্লাকে মাত্র ৬৩ রানে গুঁড়িয়ে দেয় রংপুর। ম্যাচ জেতে ৯ উইকেটে। প্রথম পর্বের একদম শেষ ম্যাচে শনিবারও হয়েছে একই দশা। কুমিল্লাকে এবার ৭২ রানে কাবু করে রংপুর ফের জিতে ৯ উইকেটে।
দুই একতরফা লড়াইয়ের পর পয়েন্টে টেবিলের শীর্ষ দুদল এবার নামছে হাইভোল্টেজ ম্যাচে। সোমবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যারা হারবে সুযোগ থাকবে তাদেরও। সোমবার ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ী দলের মুখোমুখি হয়ে ফাইনালে উঠার আরেকটি সুযোগ পাবে।
গুরুত্বের বিচারে কোয়ালিফায়ার ম্যাচটা অনেক ভিন্ন। কিন্তু আগের দুই জয়ের পর নিজেদের মানসিকভাবে এগিয়ে রাখছেন রবি বোপারা, ‘হ্যাঁ, আমার মনে হয় এটা তফাৎ গড়ে দেবে। আমাদের কিছু মনস্তাত্ত্বিক সুবিধা আছে। তাদেরও ভালো আর অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই ধরনের পরিস্থিতিতে অনেক খেলেছে তারা। আমরা আশা করছি কাল কঠিন লড়াই হবে।’
গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন অবশ্য অনুশীলনে বেশ হালকা মেজাজে ছিল রংপুর। ঐচ্ছিক অনুশীলনে আসেননি দলের বেশিভাগ তারকা। গোড়ালিতে চোট থাকা বোপারাও চালিয়েছেন হালকা অনুশীলন।
বিপিএলে নিয়মিত খেলায় ইংলিশ এই অলরাউন্ডার জানেন মিরপুরের উইকেটের ভাষা। সিলেট ও চট্টগ্রামে বড় রান এলেও মিরপুরের চিত্র ভিন্ন। এখানে তাই লো স্কোরিং ম্যাচের আভাস দিলেন তিনি, ‘আমার মনে হয় এখানে দিন আর রাতে একটা পার্থক্য আছে। রাতের বেলা ১৫০-১৬০ ভালো স্কোর। কিন্তু দিনের বেলা ১২০ রানই ভালো স্কোর।’
‘আমাদের পরিকল্পনা খুব সরল। আগে বল করলে তাদের অল্প রানে আটকাতে চাইব। আগে ব্যাট করলে চাইবে ডিফেন্ড করার মতো একটা রান পেতে।’
Comments