এবারও কি এল ক্লাসিকো মিস করবেন মেসি?

ইনজুরির কারণে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে খেলতে পারেননি বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। একই কারণে হয়তো আরও একটি ক্লাসিকো মিস করতে যাচ্ছেন অধিনায়ক। লালিগার ম্যাচে আগের দিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে চোট পেয়েছেন এ আর্জেন্টাইন। তাতেই শঙ্কা জেগেছে কোপা দেল রে’র প্রথম লেগে তাকে না পাওয়ার।
ছবি: রয়টার্স

ইনজুরির কারণে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে খেলতে পারেননি বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। একই কারণে হয়তো আরও একটি ক্লাসিকো মিস করতে যাচ্ছেন অধিনায়ক। লালিগার ম্যাচে আগের দিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে চোট পেয়েছেন এ আর্জেন্টাইন। তাতেই শঙ্কা জেগেছে কোপা দেল রে’র প্রথম লেগে তাকে না পাওয়ার।

তবে চোট কতটা গুরুতর তা এখনো নিশ্চিত করেনি বার্সেলোনা। ম্যাচ শেষে কোচ আরনেস্তো ভালভার্দে বলেছেন, ‘আমরা এখনো নিশ্চিত করে জানি না, আসলে কী হয়েছে। চোট কতটা গুরুতর। আশা করি চোটটা ততো খারাপ কিছু হবে না। দেখা যাক চিকিৎসকরা যা বলেন। রিপোর্টের ওপর ভিত্তি করেই পরিকল্পনা করা হবে। আসলে মেসির চোটটা বাজে, এমন কিছু আমি কল্পনাও করতে পারছি না।’

আগের দিনের ম্যাচের ৭০ মিনিটের ঘটনা। ম্যাচ তখন ২-২ গোলে সমতায়। সে সময় ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার টনি লাতোর সঙ্গে ট্যাকলে ডান ঊরুতে আঘাত পান মেসি। এরপর সাইড লাইনে বেশ কিছুক্ষণ ধরে শুশ্রূষা নিয়ে আবার খেলতে নামেন। কিন্তু আগের মতো আর দৌড়াননি। বাকী সময় নিষ্প্রভই ছিলেন এ তারকা।

অথচ মেসির নৈপুণ্যেই রক্ষা পেয়েছিল বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করে ভেঙে দিয়েছেন ভ্যালেন্সিয়ার জয়স্বপ্ন। কিন্তু মেসির চোটে হার এড়ানোর স্বস্তিটাও উপভোগ করতে পারেনি তারা। চোট পাওয়ার আগের মেসি আর পরের মেসির মধ্যে ছিল বিস্তর পার্থক্য।

ক্যারিয়ারে অবশ্য অসংখ্যবারই ইনজুরিতে পড়েছেন মেসি। পড়েছেন এই মৌসুমেও। কিছু দিন আগে তিন সপ্তাহ মাঠের বাইরে থেকে মিস করেছেন এল ক্লাসিকো। যদিও তাতে খুব একটা সমস্যা পোহাতে হয়নি দলকে। দুর্দান্ত পারফরম্যান্স করে সে ঘাটতি পুষিয়ে দিয়েছেন লুইস সুয়ারেজ। দারুণ খেলেছেন উসমান দেম্বেলেও। কিন্তু বুধবার কোপা দেল রে’র ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে দুশ্চিন্তাটা একটু বেশিই। কারণ ইনজুরিতে আছেন দেম্বেলেও।

আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে কোপা দেল রে’র সেমি ফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ ২৭ ফেব্রুয়ারি। এর চার দিন পর বার্নাব্যুতে লালিগার ম্যাচে আবার মুখোমুখি হবে রিয়াল-বার্সা। মাঝে ১৯ ফেব্রুয়ারি ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও’র বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র প্রথম লেগ। সামনে বেশ বড় বড় লড়াই-ই অপেক্ষা করছে বার্সার। তাই এ সময়ে মেসির ইনজুরি নিঃসন্দেহে বড় দুশ্চিন্তার বিষয় তাদের জন্য।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

4h ago