প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ
দেশের ৮৭ উপজেলায় আগামী ১০ মার্চ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় অনুষ্ঠিতব্য এই উপজেলা পরিষদগুলোর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি।
আজ রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করে প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।
এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়, এবার পাঁচ ধাপে সারা দেশের উপজেলা পরিষদ নির্বাচন হবে।
কমিশন সূত্রগুলো জানায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও রোজার পর শেষ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০১৪ সালে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে সারাদেশে ৪৮৭ উপজেলায় নির্বাচন হয়েছিল।
Comments