আমরা আন্ডারডগ: খালেদ মাহমুদ

Dhaka Dynamites
টিভি আম্পায়ারের সিদ্ধান্ত বিস্মিত ঢাকা ডায়নামাইটস। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএল শুরুর আগে যে কেউ খাতায় কলমে চিটাগং ভাইকিংস থেকে অনেকটাই এগিয়ে রাখত ঢাকা ডায়নামাইটসকে। তবে খাতায় কলমের হিসাব মাঠে অতটা ফলেনি। প্রথম রাউন্ডের দুই দেখাতেই ঢাকাকে হারায় ভাইকিংস। এবার ফাইনালে উঠার লড়াইয়েও মুখোমুখি দল দুটি। এমন ম্যাচের আগে নিজেদের পিছিয়ে রাখছেন ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ।

হট ফেভারিট তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করা ঢাকা শুরু থেকে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষেই। কিন্তু  শেষের দিকে টানা হারে এক পর্যায়ে প্লে অফ অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের। একদম শেষ ম্যাচে গিয়ে জিতে কোনরকমে প্লে অফ নিশ্চিত করা সাকিব আল হাসানদের সামনে এখন চিটাগং।

সোমবার এলিমিনেটর ম্যাচে যে হারবে তাকেই বিদায় নিতে হবে, যে জিতবে ফাইনাল নিশ্চিত নয় তাদের। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের পরাজিত দলের সঙ্গে লড়তে হবে আবার।

এবার প্রথম দেখায় ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল মুশফিকুর রহিমদের ভাইকিংস। পরের ম্যাচে তারা জিতে ১১ রানে।

দলে বড় বড় তারকার ভার বেশি ঢাকায়। ছন্দে থাকলে তারা আতঙ্ক যে কারোরই। কিন্তু নিজেদেরকে নামের ভারে এগিয়ে রাখতে চান না মাহমুদ, ‘যেহেতু ওদের কাছে আমরা দুই বার হেরেছি সুতরাং অবশ্যই আমরা আন্ডারডগ। অবশ্যই আন্ডারডগ হয়েই আমরা খেলতে নামবো এই ম্যাচে। ওদেরকে নিয়ে চিন্তা না করে আমাদের খেলাটা খেলাই আসলে গুরুত্বপূর্ণ। আমাদের পরিকল্পনা যেন ঠিকমতো হয় সেটাই গুরুত্বপূর্ণ।’

প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও জেতার ব্যাপারে নিজেদের আত্মবিশ্বাসই চাঙ্গা মনে করছেন মাহমুদ, প্লে অফে সুযোগ কম পাওয়াও বড় অসুবিধা নয় তার কাছে, ‘যদি আমরা কোয়ালিফায়ারে খেলতাম, এক অথবা দুইয়ে থাকতাম এরপরেও আমাদের নকআউটেই খেলতে হতো। সেখানে একটি সুযোগ থাকতো হয়তো। আমি ধরলাম একটি বেশি নকআউট ম্যাচ খেলতে হবে এটাই আরকি।’

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

8h ago