সাকিব-রাসেলের দিকে তাকিয়ে ঢাকা

প্রথম রাউন্ডের একদম শেষ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করতে হয়েছে ঢাকা ডায়নামাইটসকে। কিন্তু চারে থাকায় খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ, জিতলে ফাইনালে উঠতে ধাপ বাকি আরও একটি। অর্থাৎ ঢাকার সামনে প্রতিটি ধাপই এখন বাঁচা-মরার লড়াই। এমন সময়ে এসে দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান আর আন্দ্রে রাসেলের জ্বলে উঠার আশায় কোচ খালেদ মাহমুদ।
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

প্রথম রাউন্ডের একদম শেষ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করতে হয়েছে ঢাকা ডায়নামাইটসকে। কিন্তু চারে থাকায় খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ, জিতলে ফাইনালে উঠতে ধাপ বাকি আরও একটি। অর্থাৎ ঢাকার সামনে প্রতিটি ধাপই এখন বাঁচা-মরার লড়াই। এমন সময়ে এসে দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান আর আন্দ্রে রাসেলের জ্বলে উঠার আশায় কোচ খালেদ মাহমুদ।

শনিবার খুলনা টাইটান্সকে উড়িয়ে শেষ চার নিশ্চিত করে ঢাকা। মাঝে একদিন সময়। সোমবার দুপুরেই নামতে হচ্ছে  মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। টানা খেলার ধকল সামলাতে রোববার ঐচ্ছিক অনুশীলন ছিল সাকিব আল হাসানদের।

'এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। নকআউট পর্ব এটা। আপনি জিতলে থাকবেন, হেরে গেলে বিদায় নিতে হবে। এমন একটি অবস্থায় অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ম্যাচটি। আমরা এর আগে চিটাগাংয়ের বিপক্ষে হেরেছিলাম লীগের ম্যাচে। তবে কালকে একটি নতুন দিন। আমরা খুব ক্লোজলি তাদের সাথে হেরেছি।

পুরো টুর্নামেন্টে অধিনায়ক বল হাতে ছিলেন দুর্দান্ত। ১২ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। তবে ব্যাটিংয়ে পাননি প্রত্যাশিত সফলতা। এখন পর্যন্ত কেবল একটাই ফিফটি করতে পেরেছেন, ১২ ম্যাচে করেছেন মোটে ২৭৫ রান। স্ট্রাইকরেটও ঝড় তুলার মতো নয় (১১৪.৫৮)।  অলরাউন্ডার আন্দ্রে রাসেল মাঝে মাঝে ঝড় তুললেও চাপের ম্যাচে দলকে জিতিয়ে আসতে পারেননি। ও ১৫০.৮৮ স্ট্রাইক রেটে করেছে ২৫৫ রান।  বল হাতেই দেখাতে পারেননি আহামরি কিছু। নিয়েছেন ১২ উইকেট।

বড় ম্যাচের আগে তাই এই দুই তারকার সেরা ছন্দের দিকে তাকিয়ে কোচ খালেদ মাহমুদ, ‘আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার যে কিনা একাই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য রাখে। এছাড়া আমরা সাকিবের কাছ থেকেও রান পাইনি কয়েকটি ম্যাচে। চাপের মধ্যে ছিলাম। সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আশা করি অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দিবে।’

‘গতকাল আমরা যেমন খেলেছি, আমাদের বোলিং, ফিল্ডিং দুর্দান্ত ছিলো। ব্যাটিংয়ে আমাদের দুটি উইকেট পড়ে যাওয়ার পরও একটি জুটি গড়ার ফলে আমরা জিতলাম। আশা করি যে আমরা যদি আমাদের ডিসিপ্লিনগুলো ঠিক রাখতে পারি, পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের।'

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

10m ago