নির্দোষ জাহালমকে হয়রানির ঘটনা তদন্ত করবে দুদক
ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় নির্দোষ জাহালমকে আসামী হিসেবে চিহ্নিত করে কারাগারে পাঠানোর ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্দোষ এই পাটকলকর্মীকে দুদকই ‘ভুল করে’ আসামী হিসেবে উপস্থাপন করেছিল।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তদন্তের ঘোষণা দিয়ে জানান, কমিশনের আইন শাখার পরিচালক আবু হাসনাত মো. আব্দুল ওয়াদুদ তদন্ত কমিটিকে নেতৃত্ব দেবেন।
ইকবাল মাহমুদ বলেন, পুরো ঘটনায় কী কী অনিয়ম হয়েছে তা খুঁজে বের করতে কাজ করবে এই তদন্ত কমিটি।
সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় পাটকল কর্মী জাহালম ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। এছাড়া বিভিন্ন সময় তাকে আদালতে হাজিরা ও জেরার সম্মুখীন হতে হয়েছে। রোববার দুপুরে হাইকোর্টের আদেশে সেদিন রাতেই তিনি মুক্তি পান।
Comments