ওয়ানডেতে তাসকিনের বদলি শফিউল, টেস্টে ইবাদত

চোটে পড়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় ডাক পেয়েছেন শফিউল ইসলাম। টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে আরেক পেসার ইবাদত হোসেনকে।
shafiul islam
ফাইল ছবি

চোটে পড়ে নিউজিল্যান্ড সফরের  সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন শফিউল ইসলাম। টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে আরেক পেসার ইবাদত হোসেনকে।

গেল শুক্রবার বিপিএলে নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের তাসকিন ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান। পরে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সেই চোট বেশ গুরুতর।

ওয়ানডে সিরিজের দলে তাই তাসকিনের বদলে জরুরী হয়ে পড়ে। এবার বিপিএলে জুতসই পারফরম্যান্স দেখিয়ে সেই জায়গা নিলেন শফিউল।

অন্যদিকে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ইবাদত। ২০১৬ সালে পেসার হান্টে ১৩৯ কিমি গতি তুলে আলোচনায় আসা ইবাদত ছিলেন বিসিবির নানান ধাপে। ২৫ বছর বয়সী মৌলভীবাজারের এই ডানহাতি পেসার এবার বিপিএলে সিলেট সিক্সার্সের হয়েও আলো কেড়েছেন।

শুরুতে ১৫ জনের টেস্ট দল দিয়ে আরেকজন পেসার নেওয়ার কথা জানিয়েছিলেন নির্বাচকরা। এরমধ্যে তাসকিনও চোটে পড়ে ছিটকে যাওয়ায় নতুন কারো ডাক প্রত্যাশিত ছিল। সেই জায়গায় দোয়ার খুলল ইবাদতের। 

বিভিন্ন সিরিজের স্কোয়াডে থাকলেও ২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন শফিউল। কখনো চোট, কখনো ছন্দহীনতায় দলে থিতু হতে পারেননি তিনি।

এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে এখন পর্যন্ত নিয়েছেন ১৫ উইকেট।

এবার নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে বাংলাদেশ। নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম হাসান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ টেস্ট দল: : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী।

 

 

Comments

The Daily Star  | English
Yunus meets Malaysian PM Anwar Ibrahim

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

3h ago