চ্যাম্পিয়ন আসিফ আকবর

Asif Akbar
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি: স্টার

টানা এক সপ্তাহের রোমাঞ্চের পর সমাপ্ত হলো আরএফএল প্লাস্টিকস নিবেদিত সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল) ২০১৯ এর ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন হয়েছে গায়ক আসিফ আকবরের টিম।

ফাইনালে আসিফের বিপক্ষে ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। আসিফের সঙ্গে মাঠে নামেন গায়ক আতিক বাবু। অন্যদিকে ইমনের সঙ্গী ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব।

টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হাতে একটি ট্রফি ও ৩২ ইঞ্চি মিনিস্টার এলইডি টেলিভিশন তুলে দেন টাইটেল স্পন্সর আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মুশফিকুর রহমান গুলজার।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই অংশ নিয়েছিলাম। অবশেষে সফল হওয়ায় ভালো লাগছে। এখানে সবাই খুব ভালো প্রতিপক্ষ ছিলেন। তারকাদের নিয়ে এই আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ আয়োজকদের।”

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি শুরু হওয়া সিবিএল-এর আয়োজনে ছিলেন লিমন আহমেদ এবং নূর ক্রিয়েশনস।

আরও পড়ুন: তারকাদের ব্যাডমিন্টন লীগ শুরু

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

2h ago