‘স্বপ্নের শিল্পীর সঙ্গে’

কাজী শুভ শুধু কণ্ঠশিল্পীই নন সুরকার হিসেবেও কাজ করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় এবার তার সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী এ্যান্ড্রু কিশোর।
Andrew Kishore
বিশিষ্ট সংগীতশিল্পী এ্যান্ড্রু কিশোরের সঙ্গে কাজী শুভ। ছবি: সংগৃহীত

কাজী শুভ শুধু কণ্ঠশিল্পীই নন সুরকার হিসেবেও কাজ করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় এবার তার সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী এ্যান্ড্রু কিশোর।

‘অগণিত তারার মাঝে খুঁজি আমি তোমায়, চাঁদ থাকে অবিরাম তোমারই পাহারায়’- এমন কথায় গানটি লিখেছেন সালাম খোকন। এর সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

কাজী শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এ্যান্ড্রু কিশোরদের গান শুনে শুনেই বড় হয়েছি। প্রথমবারের মতো আমার সুরে গাইলেন স্বপ্নের শিল্পী। সত্যিই অন্যরকম এক ভালোলাগা কাজ করছে। অনেককিছু আসলে বোঝানো যায় না। আমার ভেতরে তেমন ভালোলাগা ছড়িয়ে রয়েছে।”

“সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে সেই গানে কণ্ঠও দিয়েছেন ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ খ্যাত এই কণ্ঠশিল্পী,” যোগ করেন কাজী শুভ।

উল্লেখ্য, ভালোবাসা দিবস উপলক্ষে ‘কলের গান’ মাল্টিমিডিয়া থেকে প্রকাশ হবে গানটি।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

51m ago