চা শ্রমিকের হাতে চা শ্রমিক খুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে এক মাতাল চা শ্রমিকের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন অপর চা শ্রমিক।
গতকাল (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. সোহেল রানা।
নিহত চা শ্রমিকের নাম সুধীর হাজরা (৫৫)। তিনি ভাড়াউড়া চা বাগানের মৃত সরজু হাজরার ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীদের বরাতে পাওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত চা শ্রমিক সঞ্জু গড় পালিয়ে গেছেন বলে জানান শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জান।
তবে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ঘটনার পর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসতে চাইলে উত্তেজিত শ্রমিকরা লাশ দিতে চাননি। তারা লাশটিকে নিহতের ঘরে নিয়ে দরজায় তালা দিয়ে রাখেন।
পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচারিক কাজের জন্য লাশ ময়নাতদন্ত হওয়া দরকার বলে তাদের বুঝিয়ে তা মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
Comments