এল ক্লাসিকোতে চাইনিজ ভাষায় থাকছে মেসি-সুয়ারেজদের নাম

ছবি: সংগ্রহীত

রাতেই ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোপা দেল রে’র সেমিফাইনালের ম্যাচে বার্সেলোনার জার্সিতে থাকছে দারুণ চমক। নিজেদের জার্সিতে খেলোয়াড়দের নাম ইংরেজির পাশাপাশি থাকবে চাইনিজ ভাষাতেও। প্রথমবারের মতো ক্লাবটি ইংরেজির সঙ্গে অন্য কোনো ভাষায় নাম লেখা থাকবে কাতালানদের জার্সিতে।

বার্সেলোনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টিও জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, মেসি-সুয়ারেজদের জার্সির পেছনে ইংরেজি নামের নিচে লেখা হচ্ছে চাইনিজ নামও। আর তখনই ঘোষণা আসে, কোপার এল ক্লাসিকোতে বার্সেলোনার জার্সিতে ইংরেজি ভাষার সঙ্গে থাকছে চাইনিজ নামও।

মূলত চাইনিজ নববর্ষ উপলক্ষ করেই এ অভিনব উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। আগের দিনই ছিল চাইনিজ নববর্ষ। আর সে জন্য ভিডিও বার্তায় চাইনিজ নববর্ষের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন মেসিরা। তবে মেসি-সুয়ারেজদের এই চাইনিজ ভাষায় লেখা জার্সি অবশ্য খুব বেশি তৈরি করা হয়নি। স্পেনের বিভিন্ন দোকানে খুব স্বল্প সংখ্যক জার্সি বিক্রি করছে কর্তৃপক্ষ।

এছাড়াও ভাবনায় রয়েছে এশিয়ান বাজার ধরার ব্যাপারটিও। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, চলতি বছরে আমাদের অন্যতম পরিকল্পনা চীনেও বার্সেলোনাকে প্রতিষ্ঠিত করব। আগামী গ্রীষ্মেই আমাদের আমাদের অন্যতম সেরা মুহূর্তটি আসছে। মৌসুমের শুরুটা আমরা চীন এবং জাপানে সফর দিয়ে করব।’

অথচ স্পেনের এ দুই দলের মোকাবেলায় গত কয়েকদিন থেকে আলোচিত বিষয় ছিল স্কোয়াড নিয়ে। বিশেষকরে লালিগার শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়া বার্সা অধিনায়ক লিওনেল মেসি খেলছেন কি না এ নিয়ে দিনভর গুঞ্জন। স্কোয়াড ঘোষণার মাধ্যমে সে গুঞ্জন থামালেও নতুন আলোচনা উঠেছে জার্সিতে চাইনিজ ভাষায় নাম লিখে।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago