আইজিপি ব্যাজ পেলেন ৫১৪ পুলিশ সদস্য
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫১৪ জন পুলিশ সদস্য ‘আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছেন।
আজ বুধবার (৬ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পদক দেন বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজি) জাভেদ পাটওয়ারী। ২০১৮ সালের কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তারা।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পদকের পাশাপাশি ২০ হাজার টাকা পেয়েছেন।
অবৈধ অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও প্যারেডে সেরা পারফরম্যান্সের জন্যও পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হয়।
Comments