জুতসই কম্বিনেশনের ঘাটতিতেই এবার পারেনি রংপুর

Mashrafee Mortaza
এবার পারেনি রংপুর। ছবি: ফিরোজ আহমেদ

যে রুবেল হোসেনকে এবার রংপুর রাইডার্স ছেড়ে দিয়েছিল, সেই রুবেলই ঢাকা ডায়নামাইটসের হয়ে আলো ছড়িয়েছেন। রংপুরকে হারানোর নায়ক তিনি। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে রেখে দিয়েছিল রংপুর। সেই অপু আবার পুরো টুর্নামেন্টেই ফ্লপ। দেশি বোলার রাখতে গিয়ে ঘাটতি থেকেছে লোয়ার অর্ডারে। তালগোল পাকানো টিম কম্বিনেশনের কারণেই এবার রংপুর ফাইনালে যেতে পারেনি বলে মনে করেন মাশরাফি মর্তুজা।

গতবারই প্রথম রংপুরের দায়িত্ব নিয়ে দলটিকে চ্যাম্পিয়ন বানান মাশরাফি। এবার ছিল তার দ্বিতীয় মিশন। প্রথম পর্বে সবার উপরে থেকে প্লে অফ নিশ্চিত করেও ফাইনালে উঠার দুই সুযোগ হাতছাড়ে করে বিদায় নিতে হয়েছে তাদের।

হারের পর বিশদ ময়নাতদন্ত হয়ত পরে করবে দলটির ম্যানেজমেন্ট। তবে অধিনায়ক মাশরাফির মনে হয়েছে ঠিকঠাক ভারসাম্য না থাকায় এবার হয়নি আগেরবারের চ্যাম্পিয়নদের, ‘আমরা রুবেলকে ছেড়ে শফিউলকে পেয়েছি। আমি ছিলাম। অপুকে (নাজমুল ইসলাম) ধরে রেখেছি। মিঠুনকে ধরে রেখেছি। তিনটা স্লট কিন্তু ওখানেই শেষ। ধরেন গেইল ছিল (বিদেশী কোটায়), তাকে ধরে রাখা হয়েছে।’

তিন বিদেশীর উপর নির্ভর করে অনেক ম্যাচ এবার জিতেছে রংপুর। আলেক্স হেলস, এবিডি ভিলিয়ার্স, রাইলি রুশো টেনেছেন রংপুরকে। কিন্তু অনেকটা বোঝার মতো হয়ে মলিন ছিলেন গেইল। হেলস আর ভিলিয়ার্স প্লে অফের আগেই চলে যাওয়ায় বড় সংকটের মুখে পড়ে রংপুর। এই জায়গায় কার্যকর দেশি বদলি না থাকায় ভোগান্তিটা হয়েছে বলে মত মাশরাফির,  ‘দলে ভারসাম্যের জায়গা সব সময়ই অভাব ছিল। সেটা শুরু থেকেই। আগের বছরও ছিল। গাজী, জিয়া ওরা ওপেন করেছে। আমি তিনে খেলেছি। একই সমস্যা এবারও হয়েছে। কুমিল্লায় যেমন আফ্রিদি, থিসারা সাতে আটে নামছে্ আমাদের সেই সুযোগ নেই। আমাদের সতে আটে আমি, ফরহাদ রেজা। বড় সমস্যা।’

 ‘যতক্ষণ এবি, হেলস ছিল ততক্ষণ আমরা ম্যানেজ করতে পেরেছি টপে। বাট ওরা চলে যাওয়ার পর সমস্যা হয়েছে।’

শেষ দিকে তাই একজন বিস্ফোরক বিদেশী অলরাউন্ডারের ঘাটতি টের পেয়েছেন মাশরাফি, ‘দুটো সেমিফাইনালে আমরা সুযোগ পেয়েছি কিন্তু ধরে রাখতে পারিনি। এবং বিদেশি একটা অলরাউন্ডার থাকতো তাহলে সুবিধা হতো। যেমন ব্রাভো বা রাসেল।

গেল বছর সোহাগ গাজী আর নাজমুল যে নৈপুণ্যে দেখিয়েছিলেন এবার তারা ধারেকাছেও কিছু করতে পারেননি। এই দুজনের অফ ফর্মে ভুগেছে রংপুর, ‘আমাদের স্পিন বিভাগ আমাদের সেরা সাফল্য এনে দিতে পারেনি। অন্যান্য দলে করেছে। আমাদের পেস বোলিং অ্যাটাক নিয়ে আমরা এগিয়েছি। অন্যান্য দলে স্পিনাররা এ ধরণের উইকেটে অনেক কিছু করেছে। আমাদের হয়নি। যেটা আমাদের ঘাটতি ছিল।’

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago