লড়াইটা দুই দেশি কোচেরও

Khaled Mahmud- Mohammed Salauddin

টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনার, ওয়াকার ইউনুস। অনেক নামকরা বিদেশী কোচরা এবার দায়িত্বে ছিলেন বিপিএলের বিভিন্ন দলের। তবে তাদের সবাইকে ছাপিয়ে শেষ লড়াইয়ে উঠেছেন দুই দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর খালেদ মাহমুদ সুজন। সাকিব আল হাসান-তামিম ইকবাল কিংবা আন্দ্রে রাসেল-শহীদ আফ্রিদীর দ্বৈরথের পাশে তাই দুই ট্যাকটিশিয়ানের লড়াইয়ের ঝাঁজও উঠছে বিপিএলের ফাইনালে।

শুক্রবার সন্ধ্যায় বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনালে নামবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দুই দলকে নিজেদের ট্যাকটিক্স দিয়ে যারা টেনে এনেছেন সেই সালাউদ্দিন আর মাহমুদও তাই ফাইনালের আগে এসেছেন আলোচনায়।

দেশের ঘরোয়া ক্রিকেটে বরাবরই নামিদামি কোচ হিসেবে খ্যাত দুজনই। ক্লাব পর্যায়েও আছে তাদের সুনাম। এবার বিপিএলের সেরা হবার মঞ্চে লড়াই নামার আগে ভিক্টোরিয়ান্স কোচ সালাউদ্দিন এই ব্যাটেলে বরং দেখছেন দেশি কোচদের লাভ, ‘দেশি কোচদের জন্য অনেক লাভ হবে আমি আশা করি। আমার মনে হচ্ছিল দিনকে দিন... প্রথমবার যেভাবে শুরু হয়েছিল আস্তে আস্তে কিন্তু দেশি কোচরা হারিয়ে যাচ্ছিল। সহকারী কোচ যারা ছিল তাদেরও কাজের পরিধি কমে যাচ্ছিল। আমার মনে হয় যেহেতু আমরা দুজন ফাইনালিস্ট।  ফ্র্যাঞ্চাইজি হয়ত পরবর্তীতে চিন্তা করবে আমাদের দেশি কোচদের আরেকটু সুযোগ দেয়া উচিত। আমরা ভাল করলে আমাদের দেশি কোচদের অনেক লাভ।’

‘আমি সবসময় চাই আমাদের কোচরা যেন ভাল জায়গায় কাজ করে এবং শিখতে পারে। অনেক ফ্র্যাঞ্চাইজিতে সহকারী কোচও নাই দেশি, যদি দেশি কোচ থাকতো তাহলে তাদের কাছ থেকে কিছু শিখতে পারত। পরবর্তীতে হয়ত চিন্তা করবে সুযোগ দিলে দেশি কোচরাও ভাল করতে পারে। ’

দেশি কোচদের লাভক্ষতির বাইরেও নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের তাড়নাও হয়ত এই ম্যাচ। এবার বিপিএলে দুই দেখাতেই সালাউদ্দিনের কুমিল্লা রোমাঞ্চকর ম্যাচে হারায় মাহমুদের ঢাকাকে। প্রথম লড়াইয়ে ৭ রানে জেতার পর কুমিল্লা শ্বাসরোদ্ধকর লড়াইয়ে পরেরটি জেতে মাত্র ১ রানে।

ফাইনালও জিতে গেলে একটা জায়গায় খালেদ মাহমুদকে ৩-০ ব্যবধানে হারানো হয়ে যাবে সালাউদ্দিনের। তবে বিনয়ী সালাউদ্দিন এক্ষেত্রে প্রতিপক্ষ কোচকেই রাখলেন এগিয়ে,  ‘এখানে এভাবে দেখার কোনো সুযোগ নাই। কারণ সুজন ভাই অনেক বড় মাপের কোচ। তার অনেক কোয়ালিটি আছে। সে অনেক কিছু দেখতে পারে আমি হয়ত সে তুলনায়... আমি নিজেকে কখনো তুলনা করি না এই জায়গাটায়। আমার মনে হয় এই জিনিসটা না বললেই আমার জন্য ভাল। ’

 

Comments

The Daily Star  | English

Judicial inquiry ordered into attack on Nur

No force can prevent the national election, scheduled for early February, says CA's press secretary

2h ago