শিষ্য সাকিবকে খাতির করবেন না সালাউদ্দিন
ব্যাটিংয়ে রান না পেলেই সাকিব আল হাসান ছুটে যান গুরু মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। এবার বিপিএলের ফাইনালে নামার আগেও সাকিবের ব্যাটে রান খরা। এমন সময় সাকিব পরামর্শ চাইতে পারেন গুরুর কাছে। কিন্তু পরামর্শ পেয়ে যদি জ্বলে উঠেন সাকিব তবে তো পুড়তে হবে সালাউদ্দিনকেই। অন্তত ফাইনালের আগে তাই এমন খাতির করার চিন্তা নেই তার।
বিপিএলের দুই ম্যাচেই সালাউদ্দিনের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। দুই ম্যাচেই বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। কিন্তু দুই ম্যাচেই কথা বলেনি সাকিবের ব্যাট। খুব কাছে গিয়েও তাই জেতা হয়নি ঢাকার।
শুক্রবার এই দুই দলের তৃতীয় দেখা। এবার ফাইনালের মতো মঞ্চ। তার আগে ঢাকাকে ভাবাচ্ছে সাকিবের রান খরা। পুরো টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে ২৯৮ রান করেছেন সাকিব, তার ব্যাট থেকে এসেছে দুটো ফিফটিও। তবে সর্বশেষ চার ম্যাচ সব মিলিয়ে করতে পেরেছেন মাত্র ৩১ রান।
অন্য যেকোন সময় সাকিবের রান খরায় সালাউদ্দিন নিজেও উদ্বিগ্ন থাকলেও এবার আছেন স্বস্তিতে। এবার তার চাওয়া প্রিয় শিষ্য যেন আরও একটি ম্যাচেও থাকেন রানের বাইরে। সম্পর্ক যত গাঢ়ই হোক লড়াই যখন মুখোমুখি তখন বিন্দুমাত্র ছাড় দিতে রাজী নন কুমিল্লার কোচ, ‘একটা টুর্নামেন্ট যখন শুরু হয়ে গেছে তখন ভাই-বোন বা ছেলে, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। মাঠে যখন নামবো দুজন দুজনের প্রতিপক্ষ হিসেবেই থাকবো।’
Comments