টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে: আইসিসি চেয়ারম্যান
মূল ধারার ক্রিকেট বলতে টেস্ট সংস্করণকেই বুঝায়। কিন্তু দর্শকদের কাছে সে সংস্করণের চাহিদা দিনকে দিন কমছে। মূলত বর্তমান যুগে সাধারণ মানুষদের ব্যস্ততার কারণেই আগ্রহ করেছে এ সংস্করণের। আর তাই টেস্ট ক্রিকেটের অবস্থা মৃতপ্রায় বলেই মনে করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল বর্তমান বাংলাদেশে রয়েছেন শশাঙ্ক। আর তাই তাকে সম্মান জানানোর জন্য বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর একটি অভিজাত হোটেলে সে অনুষ্ঠানেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন আইসিসি চেয়ারম্যান।
তবে এ সংস্করণকে টিকিয়ে রাখতে কম চেষ্টা করছে না আইসিসি। বছর দেড়েক আগে শুরু শুরু হয়েছে দিবারাত্রির টেস্ট। কিন্তু তাতেও খুব একটা কাজ না হওয়ায় নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এবার টেস্ট ক্রিকেটের একটি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে তারা। তাই দ্বিপাক্ষিক সিরিজের ফলাফল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে সংস্থাটি।
‘আমরা দেখার চেষ্টা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপ আগ্রহ সৃষ্টি করে কি না। কারণ সত্যি কথা বলতে কি টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে। তাই অবস্থার উন্নতির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বোর্ড পরিচালকরা সবাই এক মতে পৌঁছেছে যে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করা যায় তাকে এটাকে জীবিত রাখা সম্ভব এবং এ খেলার আরও আগ্রহ সৃষ্টি করতে পারবে।’ – টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর কারণ উল্লেখ করে এমনটাই বললেন আইসিসি চেয়ারম্যান।
তবে টেস্ট ক্রিকেট বিলুপ্ত হওয়ার পথে থাকলেও অপরদিকে হুহু করে বাড়ছে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা। তার কারণটাও বললেন শশাঙ্ক, ‘যদি ব্রডকাস্টারদের টিআরপির দিকে তাকান তাহলে দেখবেন টি-টোয়েন্টি ক্রিকেটেই বেশিরভাগ টিআরপি। সংক্ষিপ্ত সংস্করণই এর কারণ। বর্তমান সময়ে মানুষদের পাঁচ দিন টেস্ট ম্যাচ দেখার মতো সময় নেই। ১০টা থেকে ৫টা প্রায় সবাই কাজে ব্যস্ত থাকে। তাই তাদের জন্য এ সময় ক্রিকেট দেখাটা খুবই কঠিন। টি-টোয়েন্টি ক্রিকেট দেখতে সাড়ে ৩ ঘণ্টার মতো সময় লাগে, অনেকটা মুভি দেখার মতো। তাই এর জনপ্রিয়তা হুহু করে বাড়ছে।’
Comments