রোনালদোর চেয়ে প্রায় দ্বিগুণ বেতন পান মেসি
লিওনেল মেসি সেরা না ক্রিস্তিয়ানো রোনালদো সেরা, এ নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকেই এগিয়ে রাখেন আর্জেন্টাইন তারকাকে। আবার কেউবা সেরা মানেন পর্তুগিজ তারকাকে। তবে বাজার মূল্যে রোনালদোর চেয়ে ঢের এগিয়ে আছেন মেসি। এমনকি রোনালদোর চেয়ে বেশি বেতন পান আর্জেন্টাইন অধিনায়ক। তা প্রায় রোনালদোর দ্বিগুণ।
সম্প্রতি শীর্ষস্থানীয় ফরাসী দৈনিক এল’ইকুয়েপে মেসি-রোনালদোদের বেতন কাঠামোর তালিকা প্রকাশ করে। তাতে অবশ্য তেমন কোন বিস্ময় ছিল না। অনুমিত ভাবেই সর্বোচ্চ বেতন পান মেসি। এরপর আছেন রোনালদো। তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা আতোয়া গ্রিজম্যান। মজার ব্যাপার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রোনালদো ও গ্রিজম্যানের মোট বেতনের চেয়েও বেশি পান মেসি। ৩১ বছর বয়সী আর্জেন্টাইন তারকা প্রতি মাসে বেতন পান ৯.৫ মিলিয়ন ডলার।
জুভেন্টাসে প্রতি মাসে ৫.৩ মিলিয়ন ডলার বেতন পান রোনালদো। আর তাতে জানা গেল রিয়াল মাদ্রিদের চেয়ে তার বর্তমান বেতনের ব্যবধান। রিয়ালে থাকতে মাসিক ৪ মিলিয়ন ডলার বেতন পেতেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। খুব অল্প ব্যবধানে বিশ্বের সবচেয়ে দামী তারকা নেইমারকে পেছনে ফেলেছেন গ্রিজম্যান। মাসিক ৩.৭ মিলিয়ন ডলার বেতন পান এ ফরাসী। আর নেইমার প্রতি মাস পান ৩.৫ মিলিয়ন ডলার।
সেরা দশের তালিকায় থাকা পাঁচ খেলোয়াড়ই খেলেন স্প্যানিশ লালিগায়। আর তিনজনই খেলেন বার্সেলোনায়। পঞ্চম স্থানে থাকা লুইস সুয়ারেজ পান ৩.৩ মিলিয়ন ডলার। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি বেতন পান গ্যারেথ বেল (ষষ্ঠ)। মাসিক ২.৮ মিলিয়ন ডলার বেতন এ ওয়েলস তারকার। বিশ্বের সবচেয়ে দামী মিডফিল্ডার ফিলিপ কৌতিনহোর (সপ্তম) মাসিক বেতন ২.৬ মিলিয়ন ডলার।
ইংলিশ লিগে সর্বোচ্চ বেতন ম্যানচেস্টার ইউনাইটেডের চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজের (অষ্টম)। মাসিক ২.৫৮ মিলিয়ন ডলার বেতন তার। তার পড়েই আছেন আর্সেনালের জার্মান তারকা মেসুত ওজিল। কোচ উনাই এমেরির অধীনে সংগ্রাম করতে থাকা এ তারকা এখনও প্রতি মাসে ১.৮ মিলিয়ন ডলার পান। সেরা দশে থাকা আরেক খেলোয়াড় ফরাসী তারকা কিলিয়ান এমবাপে (নবম)। মাসিক ২ মিলিয়ন ডলার বেতন পান এ তরুণ।
Comments