শিরোপা জেতার লড়াইয়ে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস
বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনালেও টস ভাগ্যে জিতেছেন সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক মহাগুরুত্বপূর্ণ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে প্লে অফের আগের দুই ম্যাচেও টসে জিতেছিলেন তিনি।
বিপিএলের আগের আসরেরও ফাইনালে খেলেছিল সাকিবের ঢাকা। সেবার রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয় তারা। বিপিএলের ছয় আসরের মধ্যে ঢাকার ফ্রেঞ্চাইজি পাঁচবারই ফাইনাল খেলেছে। শিরোপা জিতেছে তিনবার। তবে ঢাকা ডায়নামাইটস ফ্রেঞ্চাইজি শিরোপা জেতে একবার। বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জেতে ঢাকা গ্ল্যাডিয়েটট। ফিক্সিং কেলেঙ্কারিতে দলটি পরে নিষিদ্ধ হয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ আসরে ফাইনালে উঠেই শিরোপা ঘরে তুলেছিল। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলছে তারা। এবার বিপিএলে দুবারের দেখায় দুইবারই ঢাকাকে হারায় কুমিল্লা। দুই ম্যাচই হয়েছিল টানটান উত্তেজনার। প্রথম ম্যাচে ৭ রানে জেতার পর পরের দেখায় মাত্র ১ রানে রোমাঞ্চকর জয় পেয়েছিল কুমিল্লা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফুদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদী হাসান ও সঞ্জিত সাহা।
ঢাকা ডায়নামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনিল নাইরান, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান, শুভাগত হোম, রুবেল হোসেন, কাজী অনিক।
Comments