বিলবাওর বিপক্ষেও খেলছেন না মেসি!
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরু থেকে খেলতে পারেননি লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমেছিলেন, তবে সেরা ছন্দে ছিলেন না। রোববার অ্যাতলেটিক বিলবাওর বিপক্ষেও তার না থাকার সম্ভাবনাই বেশি। এমন সংবাদই প্রকাশ করেছেন স্পেনের শীর্ষস্থানীয় গণমাধ্যম মার্কা।
রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে আশানুরূপ পারফর্ম করতে পারেনি বার্সেলোনা। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। শেষ ছয় ম্যাচের তিনটিতেই জয় পায়নি দলটি। এ অবস্থায় রোববার বিলবাওর মাঠে খেলবে কাতালানরা। কিন্তু রিয়ালের বিপক্ষে খেলার পর এখন পর্যন্ত অনুশীলনে যোগ দেননি মেসি। তাতেই গুঞ্জন চাউর আরও একটি ম্যাচ হয়তো ডাগআউটে বসেই কাটাতে হবে এ আর্জেন্টাইনকে।
গত শনিবার লালিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। ম্যাচের ৭০ মিনিটে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার টনি লাতোর সঙ্গে ট্যাকলে ডান ঊরুতে আঘাত পান তিনি। এরপর সাইড লাইনে মিনিটে পাঁচেক ধরে শুশ্রূষা নিয়ে আবার খেলতে নামেন। পুরো ম্যাচ খেললেও ছন্দ হারিয়ে ফেলেন। এরপর কোপা দেল রের ম্যাচে রিয়ালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেললেও অস্বস্তিতেই ছিলেন এ আর্জেন্টাইন।
বিলবাওর বিপক্ষে তাই মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন কোচ এরনেস্তো ভালভারদে। অ্যাওয়ে ম্যাচ হলেও স্কোয়াডে মেসির না থাকার সম্ভাবনা বেশি বলেই জানিয়েছে মার্কা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, মাসের শেষ দিকে দুটি এল ক্লাসিকো ভাবনাটাও রয়েছে ভালভারদের। তাই সেরা খেলোয়াড়কে নিয়ে ঝুঁকিটা না নেওয়ার পক্ষেই কোচ।
তবে কিছু শুভ সংবাদও রয়েছে বার্সেলোনার জন্য। মেসি মাঠে উপস্থিত না থাকলেও আগের দিন মাঠে উপস্থিত ছিলেন ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। ইনজুরি থেকে ফেরার পর জিমে অনুশীলন শুরু করলেও গতকালই প্রথম মাঠে অনুশীলন করেন এ ফরাসী তারকা। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নামার লক্ষ্য রয়েছে এ তারকার।
Comments