গেইলের পর তামিম, গেইলের চেয়েও বিধ্বংসী

গত আসরের কথা। ফাইনালে এই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই কি বিধ্বংসী ইনিংসটা না খেলেছিলেন রংপুর রাইডার্সের ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। মাত্র ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের ইতিহাসে এটাই ছিল একমাত্র সেঞ্চুরি। শুক্রবার চলতি আসরের ফাইনালে সেই ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল খান।
ছবি: ফিরোজ আহমেদ

গত আসরের কথা। ফাইনালে এই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই কি বিধ্বংসী ইনিংসটা না খেলেছিলেন রংপুর রাইডার্সের ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। মাত্র ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের ইতিহাসে এটাই ছিল একমাত্র সেঞ্চুরি। শুক্রবার চলতি আসরের ফাইনালে সেই ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল খান।

গেইলের সে সেঞ্চুরিকে অনেকেই ভেবে থাকেন সময়োপযোগী বিধ্বংসী ইনিংস। কিন্তু এদিন গেইলকেও ছাড়িয়ে গেছেন তামিম। গত আসরের ফাইনালে গেইল ১৪৬ রান করেছিলেন ২১১.৫৯ স্ট্রাইক রেটে। আর ধ্বংসযজ্ঞ চালিয়ে এদিন তামিম তার ইনিংস খেললেন ২৩১.১৪ স্ট্রাইক রেটে। 

অথচ ইনিংসের শুরুটা কি শান্ত মেজাজেই শুরু করেছিলেন তামিম। প্রথম ১০ বলে মাত্র ৪ রান। ১১তম বলে সুনিল নারিনের বলে ছক্কা হাঁকিয়ে শুরু করলেন। এরপর আর থামেননি। ৩১ বলে তুলে নিলেন নিজের ফিফটি। তবে তার ধ্বংসাত্মক রূপটা এরপরেই দেখল ঢাকা। পরের পঞ্চাশ করতে বল খেলেছেন মাত্র ১৯টি। ৫০ বলে আসে সেঞ্চুরি। আন্দ্রে রাসেলের বলে চার মেরেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এ ড্যাশিং ব্যাটসম্যান।

দলের ইনিংসকে লম্বা করে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন তামিম। খেলেছেন হার না মানা ১৪১ রানের অনবদ্য এক ইনিংস। মাত্র ৬১ বলের ইনিংসটি ১০টি চার ও ১১টি ছক্কায় সাজিয়েছেন তামিম। যা বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি। গত ফাইনালে খেলা গেইলের সেই সেঞ্চুরিটিই সর্বোচ্চ। আর চলতি আসরে এটা ষষ্ঠ সেঞ্চুরি। অথচ আগের পাঁচ আসরে সেঞ্চুরি হয়েছিল ১২টি।

তামিমের হাতে বেদম পিটুনিটা বেশি খেলেন রুবেল হোসেনই। তার করা ১৫তম ওভারের পাঁচ বল খেলে ২টি করে চার ও ছক্কায় নেন ২২ রান। ফলে প্রথম দুই ওভারে ১৪ রান দেওয়া রুবেল পরের দুই ওভারে দেন ৩৪ রান। কম পিটুনি খাননি ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তার করা ১৭তম ওভারেও ২টি করে চার ছক্কায় ২২ নেন তামিম। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান দেওয়া এ ক্যারিবিয়ান পরের দুই ওভারে দেন ৩২ রান।

দুর্দান্ত এ সেঞ্চুরিতে নতুন মাইলফলকেও পৌঁছেছেন তামিম। বিপিএলে সর্বোচ্চ রান এখন তার দখলে। মুশফিকুর রহিমকে টপকে যান তিনি। ৫৮ ম্যাচে এখন তার রান ১৮২৫। ৬৭ ম্যাচে মুশফিকের সংগ্রহ ১৭৮৩ রান। এমনকি চলতি আসরের সর্বোচ্চ সংগ্রহতেও মুশফিককে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তামিম। ১৪ ম্যাচে তামিমের সংগ্রহ ৪৬৭ রান। মুশফিক করেছিলেন ১৩ ম্যাচে ৪২৬ রান।  

তামিমের এ বিধ্বংসী রূপেই ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৯৯ রান।

Comments

The Daily Star  | English

An economic corridor that quietly fuels growth

At the turn of the millennium, travelling by road between Sylhet and Dhaka felt akin to a trek across rugged terrain. One would have to awkwardly traverse bumps along narrow and winding paths for upwards of 10 hours to make the trip either way.

13h ago