বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ফিরলেন গাপটিল
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার মার্টিন গাপটিল। চোটের কারণে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর ছিটকে পড়েছিলেন তিনি। তিন ম্যাচ সিরিজের দলে প্রথম দুটিতে খেলার পর নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্রামে থাকবেন শেষ ম্যাচে।
তৃতীয় ম্যাচে উইলিয়ামসন বিশ্রামে থাকায় কিউইদের অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। প্রথম দুই ম্যাচের দলে না থাকা কলিন মনরো শেষ ম্যাচে দলে এসে উইলিয়ামসনের অভাব পূরণ করবেন।
এমনিতে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড বেশ শক্তিশালী নিউজিল্যান্ডের। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার টড অ্যাস্টলকে। নির্বাচকরা অ্যাস্টকের ব্যাটিং সামর্থ্যকে বাড়তি হিসেবে বিবেচনায় নিয়েছেন।
ভারতের বিপক্ষে খেলা পেসার ড্রগ ব্রেসওয়েলের জায়গায় এসেছেন অলরাউন্ডার জিমি নিশাম। পেসের পাশাপাশি বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য নামডাক তার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিতে প্রথম সারির সব পেসারকেই স্কোয়াডে রেখেছে নিউজিল্যান্ড। আছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন ও ম্যাট হেনরিরা।
১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু হবে দুদলের প্রথম ওয়ানডে।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম ও দ্বিতীয় ম্যাচ), টড অ্যাস্টল, ট্রেন্ট অ্যাস্টল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (তৃতীয় ম্যাচে অধিনায়ক), কলিন মানরো (কেবল তৃতীয় ম্যাচ), জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর, মিচেল স্যান্টনার, টিম সাউদি।
Comments