রিয়ালের জার্সিতে বেলের শততম গোলেই ডার্বি জয়

ম্যাচের ৭৪তম মিনিটে গোল দিলেন গ্যারেথ বেল। রিয়ালের জার্সিতে যা ছিল তার শততম গোল। কিন্তু তার আগেই ২-১ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বেলের গোল কেবল জয় নিশ্চিত করেছে দলের। আর এটাকেই বড় কৃতিত্ব দিচ্ছেন দলের কোচ সান্তিয়াগো সোলারি। এমনকি সে গোলেই জয় মিলেছে বল মনে করেন এ আর্জেন্টাইন কোচ।
ছবি: সংগ্রহীত

ম্যাচের ৭৪তম মিনিটে গোল দিলেন গ্যারেথ বেল। রিয়ালের জার্সিতে যা ছিল তার শততম গোল। কিন্তু তার আগেই ২-১ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বেলের গোল কেবল জয় নিশ্চিত করেছে দলের। আর এটাকেই বড় কৃতিত্ব দিচ্ছেন দলের কোচ সান্তিয়াগো সোলারি। এমনকি সে গোলেই জয় মিলেছে বল মনে করেন এ আর্জেন্টাইন কোচ।

এমনটা বলারও যথেষ্টও কারণও আছে। শুরুতে কাসেমিরোর গোলে এগিয়ে গেলেও আতোঁয়া গ্রিজম্যান্সের গোলে সমতায় ফেরে অ্যাতলেটিকো। এরপর সের্জিও রামোসের পেনাল্টি গোলে আবার এগিয়ে যায় রিয়াল। কিন্তু তার মিনিট দশেক পর প্রায় সমতায় ফিরেছিল অ্যাতলেটিকো। কিন্তু ভিএআরে অফসাইডে বাদ পড়ে যায় সে গোলটি। যা নিয়ে যথেষ্ট বিতর্কও জন্ম দেয়। এরপরও জোরালো আক্রমণ করেই যাচ্ছিল স্বাগতিকরা।

আর ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর বেলের দিকেই তাকিয়ে ছিল রিয়াল। কিন্তু প্রত্যাশা মেটাতে পারছিলেন না এ ওয়েলস তারকা। অফফর্মের সঙ্গে বরাবরের মতো ইনজুরি সমস্যা তো ছিলই। তাই দুশ্চিন্তায় ছিলেন রিয়াল কোচ। আগের দিনের দারুণ গোলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তার।

ম্যাচের ৫৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন বেল। কোপা দেল রের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু নিজের ছায়াতেই ছিলেন এ তারকা। এমনকি ফাঁকায় বল পেয়েও বল জালে জড়াতে পারেননি। কিন্তু আগের দিন অ্যাতলেটিকোর বিপক্ষে দারুণ এক ফিনিশিং দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আর তাই বেলের উচ্ছ্বসিত প্রশংসা করেই কোচ বললেন, ‘সেই আমাদের ম্যাচে জয় পেতে সাহায্য করেছে। কারণ তখনও ম্যাচ সমান তালেই ছিল। ধন্যবাদ তাকে গুরুত্বপূর্ণ সময়ে তার গোলের জন্য। তাতেই জয় নিশ্চিত হয়েছে এবং বুঝিয়েছে সে কতটা ভালো।’

আর গোল পেয়ে নিজেও দারুণ খুশী বেল। শততম গোল করার পর ড্রেসিং রুমে ফিরে ১০০ লিখা একটি জার্সি ধরে ছবিও তুলেছেন। যা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। সোলারির ভাষায়, ‘সে দারুণভাবেই লকার রুমে গিয়েছে। এবং সে তার গোল নিয়ে দারুণ খুশী ছিল।’

চলতি মৌসুমে লালিগায় ১৮ ম্যাচ খেলে ৬টি গোল দিয়েছেন বেল। আর এর মধ্যে ১৫টি ম্যাচে শুরুর একাদশে ছিল। সব ধরণের প্রতিযোগিতা মিলে এ আসরে এটা তার ১২তম গোল।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago