যুব টেস্টে বাংলাদেশের কাছে পাত্তা পেল না ইংল্যান্ড

টি-টোয়েন্টি, ওয়ানডের পর যুব টেস্টেও বাংলাদেশের কাছে পেরে উঠল না ইংল্যান্ড। বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমানের ঘূর্ণিতে বাংলাদেশ যুবদলের কাছে প্রথম যুব টেস্টে লড়াই করতে পারেনি ইংলিশ যুবারা।
Bangladesh Under-19
ফাইল ছবি

টি-টোয়েন্টি, ওয়ানডের পর যুব টেস্টেও বাংলাদেশের কাছে পেরে উঠল না ইংল্যান্ড। বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমানের ঘূর্ণিতে বাংলাদেশ যুবদলের কাছে প্রথম যুব টেস্টে লড়াই করতে পারেনি ইংলিশ যুবারা।

রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ শেষ দিনে বাংলাদেশ পেয়েছিল মাত্র ৩৫ রানের লক্ষ্য। দুই উইকেট হারিয়ে অনায়াসে সেই লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলীর দল।

প্রথম ইনিংসে ইংলিশদের ২৮০ রানে গুটিয়ে দিয়ে ৩৯৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। বড় রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে মিনহাজের ঘূর্ণির সামনে পড়ে তারা অলআউট হয়ে যায় মাত্র ১৫২ রানে। ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইংলিশদের ঘুরপাক খাওয়ান মিনহাজ। প্রথম ইনিংসেও এই স্পিনার নিয়েছিলেন ৩ উইকেট।

শুক্রবার থেকে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ যুব টেস্টে নামবে দুদল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ২৮০

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৩৯৮/৯

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (আগের দিন ৮৯/৬) ৮৪.৩ ওভারে ১৫২ (হিল ৩২, হলম্যান ২৯, কাদরি ৫, ফিঞ্চ ৪, মোরলে ০*; গালিব ৩/৩০, শামিম ০/৭, রুহেল ০/৮, মিনহাজুর ৬/২৮, রাকিবুল ০/৪৮, হৃদয় ০/১১, শাহাদাত জুনিয়র ১/৬)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৫) ১০ ওভারে ৪০/২ (তানজিদ ০, অমিত ১০, শামিম ২০*, পারভেজ ৬*; ফিঞ্চ ১/৬, হলম্যান ১/১৯, কাদরি ০/১১)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মিনহাজুর রহমান

Comments

The Daily Star  | English

Price hike of essentials: Poor, middle class in a tight corner

Harunur Rashid, a retired government employee, was taken aback by the steep price rise of okra at the capital’s Karwan Bazar yesterday.

8h ago