‘আর্ট অব সিনেমা’ নিয়ে কর্মশালা
চলচ্চিত্রতত্ত্ব বিষয়ক তিনদিনব্যাপী একটি কর্মশালা আয়োজন করা হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এটি আয়োজন করবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম এন্ড মিডিয়া (আইএএফএম)।
‘মাস্টার ক্লাস অন আর্ট অব সিনেমা’ শিরোনামে কর্মশালাটি পরিচালনা করবেন ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রশিক্ষা বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মশালাটি চলবে রাজধানীর মনিপুরীপাড়াস্থ আইএএফএম ক্লাসরুমে।
এই প্রখ্যাত চলচ্চিত্র তাত্ত্বিক, লেখক, গবেষক, সাংস্কৃতিক ভাষ্যকার, প্রসিদ্ধ ঋত্বিক ঘটক গবেষক কর্মশালাটিতে ফিল্ম থিউরি, ফিল্ম ল্যাঙ্গুয়েজ, নিউ ওয়েব ফিল্ম, চলচ্চিত্র সমালোচনা, বিভিন্ন শিল্প মাধ্যমের সাথে সিনেমার সম্পর্কের তুলনামূলক বিশ্লেষণ এবং বাংলা সিনেমার আধুনিকায়ন ও বিশ্বায়নসহ ১০টিরও বেশি বিষয়ের উপর তাত্ত্বিক আলোচনা করবেন।
আগ্রহী শিক্ষার্থীরা কর্মশালাটির ইভেন্ট পেজ (https://www.facebook.com/events/2007702835942776/) থেকে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
Comments