গরুর দুধে কীটনাশক, সিসা: সরকারকে জরিপ প্রতিবেদন তৈরির নির্দেশ হাইকোর্টের
সারা দেশে সরবরাহকৃত দুধ ও দুগ্ধজাত খাদ্যে কী পরিমাণ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান সিসা, অ্যান্টিবায়োটিক ও ব্যাকটেরিয়া মেশানো রয়েছে তা নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি জরিপ প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল বিষয়ে দ্য ডেইলি স্টার, প্রথম আলো এবং কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর আজ (১১ ফেব্রুয়ারি) এই আদেশ দেন আদালত।
এছাড়াও, দুধ ও দুগ্ধজাত পণ্যের ভেজাল প্রতিরোধে সংশ্লিষ্টদের নীরবতাকে কেনো বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে এই মর্মে একটি রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই ভেজাল কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কেনো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলা হয়েছে।
জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো নজরে আসার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ ও রুল জারি করেন।
আদালত উদ্বেগ প্রকাশ করে বলেন, “খাদ্যে ভেজাল মেশানো একটি বড় দুর্নীতি। কিন্তু, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
আরও পড়ুন: গরুর দুধ ও দইয়ে অ্যান্টিবায়োটিক, কীটনাশক, অণুজীব ও সিসা!
Comments