সাকিবের বিকল্প ভাবনায় মুমিনুল ও তাইজুল

দলের সেরা ব্যাটসম্যানদের একজন, সেরা বোলারদেরও একজন। সাকিব আল হাসান না থাকলে তাই একাদশ সাজাতে বড্ড ফ্যাসাদে পড়তে হয় বাংলাদেশকে। নিউজিল্যন্ডের বিপক্ষে নামার আগে আঙুলের চোটে সাকিব ছিটকে পড়াতেও হয়েছে একই সমস্যা। কঠিন কন্ডিশনে সাকিবের বিকল্পের জন্যও তাই ভাবা হচ্ছে দুজনের কথা।
Mominul Haque
ফাইল ছবি: বিসিবি

দলের সেরা ব্যাটসম্যানদের একজন, সেরা বোলারদেরও একজন। সাকিব আল হাসান না থাকলে তাই একাদশ সাজাতে বড্ড ফ্যাসাদে পড়তে হয় বাংলাদেশকে। নিউজিল্যন্ডের বিপক্ষে নামার আগে আঙুলের চোটে সাকিব ছিটকে পড়াতেও হয়েছে একই সমস্যা। কঠিন কন্ডিশনে সাকিবের বিকল্পের জন্যও তাই ভাবা হচ্ছে দুজনের কথা।

১৫ জনের ওয়ানডে স্কোয়াডে না থাকলেও মুমিনুল হক এখন ওয়ানডে দলের সঙ্গেই আছেন নিউজিল্যান্ডে। বিপিএলের কারণে কয়েকজন ক্রিকেটারের নিউজিল্যান্ড যেতে দেরি হওয়ায় টেস্ট স্কোয়াডের মুমিনুল হক, সাদমান ইসলাম আগেভাগেই চলে যান ওখানে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও খেলেছেন মুমিনুল।

তিনি থাকায় সাকিব চোটে পড়লেও তড়িৎ বিকল্প ঠিক করেনি দল। তবে মুমিনুলকে ওয়ানডে দলে যুক্ত করার কথা জানানোও হয়নি। দুই অফ স্পিনিং অলরাউন্ডার নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ দলের সঙ্গে থাকাতেও বিকল্পের জন্য দেশ থেকে কাউকে উড়িয়ে নেওয়ার উদ্বেগ কম টিম ম্যানেজমেন্টের।

নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট থেকে এখনো বিকল্প কাউকে চাওয়া হয়নি। গতকাল রাতে নিউজিল্যান্ডে পৌঁছানো অধিনায়ক মাশরাফি মর্তুজা সার্বিক পরিস্থিতি বিচার করে, কোচের সঙ্গে আলোচনা করে নেবেন সিদ্ধান্ত।

নতুন কোন সিদ্ধান্ত নিলেও ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের আগে কারোরই ওয়ানডে দলে যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।

হাবিবুল জানান, সাকিব চোটে পড়ায় দলে যেহেতু আর কোন বাঁহাতি স্পিনার নেই। তাই বিকল্প হিসেবে ওয়ানডেতেও বিবেচনায় আসতে পারেন তাইজুল ইসলাম।

এমনিতে টেস্ট স্কোয়াডের সদস্যের ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা। দল দ্বিতীয় ওয়ানডের আগে বিকল্প চাইলে তাইজুল উড়ে যাবেন তার দুই একদিন আগেই।

১৬ ফেব্রুয়ারি ক্রাইশ্চার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি ডানেডিনে হবে সিরিজের শেষ ম্যাচ।

 

 

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

6h ago