হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
হজে যাওয়ার খরচ নির্ধারণ করে এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুই প্যাকেজে দুই ধরনের খরচের হিসাব দেওয়া হয়েছে।
এর মধ্যে প্যাকেজ-১-এর আওতায় সব মিলিয়ে খরচ পড়বে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। আর প্যাকেজ-২-এর অধীনে খরচ পড়বে সব মিলিয়ে ৩ লাখ ৪৪ হাজার টাকা।
প্রথম প্যাকেজে গত বছরের চেয়ে ২০ হাজার ৫৭১ টাকা বেড়েছে এবার। আর দ্বিতীয় প্যাকেজে বেড়েছে ১২ হাজার ৬৪১ টাকা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এ বছর বাংলাদেশ থেকে ১২৭,১৯৮ জন সৌদি আরবে যাবেন হজ করতে। এদের মধ্যে ৭,১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় ও ১২০,০০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
এবারে বিমানভাড়া ঠিক করা হয়েছে ১ লাখ ২৮ হাজার টাকা।
Comments