সাকিবের মতো ক্রিকেটার পুরো বিশ্বেই আর কজন, রোডসের আক্ষেপ
নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন সিরিজে নামার আগে প্রস্তুতির ঘাটতির কথা শুনিয়েছিলেন প্রধান কোচ স্টিভ রোডস আর অধিনায়ক মাশরাফি মর্তুজা। পুরো শক্তির দল নিয়েই চ্যালেঞ্জ ছিল কঠিন। সে জায়গায় সিরিজ শুরু কদিন আগে চোটে পড়ে ছিটকে যান দলের সেরা তারকা সাকিব আল হাসান। বাংলাদেশের কোচ প্রথম ওয়ানডেতে নামার আগে সাকিব না থাকার ধাক্কার কথা জানিয়েছেন আফসোসের সুরে। তার কাছে এই মানের ক্রিকেটার পুরো বিশ্বেই বা আর কজন।
গেল ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ব্যাট করার সময় সাকিব বাম হাতের অনামিকা আঙুলে চোট পান। পরীক্ষা নিরীক্ষা শেষে পরদিন সকালে জানা যায় দুঃসংবাদ। চিড় ধরায় অন্তত তিন সপ্তাহের জন্যে মাঠের বাইরে চলে যান তিনি। এতে ওয়ানডে সিরিজ তো বটেই টেস্ট সিরিজে খেলা নিয়েও শঙ্কা জেগেছে তার। মঙ্গলবার প্রথম ওয়ানডের আগের দিন নেপিয়ারে অনুমিতভাবেই তাই সাকিবের না থাকার প্রসঙ্গ হলো বড় হয়ে।
বাংলাদেশের কোচও সাকিবের না থাকার রূঢ় বাস্তবতা বোঝালেন স্পষ্ট করে, ‘পুরো সিরিজেই খেলতে পারবে কিনা বলতে পারছি না। কিন্তু ওয়ানডেতে যে নেই সেটা তো নিশ্চিত। আপাতত সে একটা বিরতি পাচ্ছে, এই সময়ে সেরে উঠে কিনা দেখা যাক। আমাদের জন্য সাকিব না থাকা অনেক বড় ধাক্কা কারণ তার মানের ক্রিকেটার পুরো বিশ্বেই তো খুব বেশি নেই।’
‘সে বাংলাদেশে আছে। বিপিএলের ফাইনালে চোট পেয়েছিল। পুরো টুর্নামেন্ট খেলে একদম শেষ সময়ে চোটে পড়ল যার কারণে দেখেন তাকে ছাড়া এখানে আসতে হয়েছে।’
Comments