এবার পিডিবির সিবিএ নেতার দখল থেকে গাড়ি উদ্ধার

সরকারি বিধিমালায় না থাকলেও সরকারি গাড়ি ব্যবহার করছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। আজ তার কাছ থেকে গাড়িটি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনকি গত বছর অবসরে যাওয়ার পরও তিনি অবৈধভাবে গাড়িটি নিজের দখলে রেখেছিলেন।
এই সরকারি গাড়িটি সিবিএ সভাপতির কাছ থেকে উদ্ধার করেছে দুদক। ছবি: সংগৃহীত

সরকারি বিধিমালায় না থাকলেও সরকারি গাড়ি ব্যবহার করছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। আজ তার কাছ থেকে গাড়িটি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনকি গত বছর অবসরে যাওয়ার পরও তিনি অবৈধভাবে গাড়িটি নিজের দখলে রেখেছিলেন।

গতকাল সোমবার রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে সিবিএর সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার ব্যবহার করা সরকারি গাড়ি উদ্ধার করেছিল দুদক। তৃতীয় শ্রেণির চাকরি করে তিনি প্রায় দশ বছর ধরে অবৈধভাবে এই সুবিধা ব্যবহার করছিলেন।

দুদক থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিডিবির সহকারী হিসাবরক্ষক ছিলেন জহিরুল ইসলাম চৌধুরী। জব্দ করা গাড়িটি আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে নিয়ে আসা হয়।

এই পদমর্যাদার কারও সরকারি গাড়ি পাওয়ার কথা নয়। শুধুমাত্র সংগঠনের নেতা হওয়ার জোরে অবৈধভাবে এই সুবিধা ভোগ করছিলেন তিনি।

দুদক বলে, শুধু সরকারি গাড়িই নয় এই সিবিএ নেতা গাড়ির চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ গত ১০ বছরে সরকারের প্রায় এক কোটি টাকা খরচ করেছেন।

এটি দুদক আইনের লঙ্ঘন হওয়ায় বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির মহাপরিচালক।

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

1h ago