আগামীকালের এসএসসি পরীক্ষা পিছিয়ে ২ মার্চ

প্রশ্নপত্রে ‘ভুল’ হওয়ায় এসএসসির আগামীকালের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সকল শিক্ষাবোর্ড। আগামী ২ মার্চ সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
SSC Exam Photo
স্টার ফাইল ছবি

প্রশ্নপত্রে ‘ভুল’ হওয়ায় এসএসসির আগামীকালের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সকল শিক্ষাবোর্ড। আগামী ২ মার্চ সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানান, আগামীকালের ক্যারিয়ার শিক্ষা পরীক্ষাটি ২ মার্চ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

যশোর শিক্ষাবোর্ডে আজ আইসিটি বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নপত্রের ‘ঘ’ সেটের প্রশ্ন ভুল হয়েছে। এর প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্ন থাকলেও অপর পৃষ্ঠার প্রশ্ন এসেছে আগামীকালের (বুধবার) ক্যারিয়ার শিক্ষা বিষয় থেকে। মোট ২৫ নম্বরের এই পরীক্ষার ১৩টি প্রশ্নই ছিল আগামীকালের পরীক্ষার।

এই কারণে আজ যশোর শিক্ষাবোর্ডে আইসিটি পরীক্ষা বাতিল করা হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক তবিবর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আইসিটি পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর জন্য ছাপাখানার ভুলকে দায়ী করেন তিনি।

এবারের এসএসসিতে বাংলা প্রথম পত্রের প্রশ্নেও বিভ্রাট ঘটেছে। চট্টগ্রাম, জামালপুর, নওগাঁ, শেরপুর, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট ও মাদারীপুরে মোট ১৮টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের ভুল করে পুরনো পাঠ্যক্রমের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য তৈরি প্রশ্ন সরবরাহ করা হয়েছিল।

তবে এই ঘটনায় নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা না এলেও কেউ ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। গত ৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদে তিনি বলেন, যে কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে, সেই উত্তরপত্রগুলো ভিন্নভাবে দেখা হবে। এই ঘটনার জন্য কেন্দ্র সচিবদের দায়ী করেন তিনি।

এই কেন্দ্র সচিবদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: ইজতেমার কারণে এসএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams; down 0.86 points from last year

A total of 1,45,911 students earned GPA-5 in HSC and equivalent examinations whereas the number was 92,595 last year

4h ago