কাজের খোঁজে ঢাকায় এসে ‘গণধর্ষণের’ শিকার তরুণী
ভোলা থেকে কাজের খোঁজে ঢাকায় এসে ১৮ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, গত রোববার রাজধানীর রূপনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ রূপনগর থানায় মোহাম্মদ সোহেল, তাজুল ইসলাম ও তাদের সহযোগী এক নারীর নাম উল্লেখ করে মামলার পর ঘটনাটি সামনে আসে।
রূপনগর থানার ওসি শেখ মোহাম্মদ শাহ আলম বলেন, কাজের খোঁজে ওই তরুণী গত ৬ ফেব্রুয়ারি পল্লবীতে তার এক আত্মীয়ের বাড়িতে আসে। রোববার তার সেই গৃহকর্মী আত্মীয় কাজের জন্য বাসা থেকে বেরিয়ে গেলে ওই সহযোগী নারী পাশেই তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সোহেল ও তাজুল তাকে “ধর্ষণ করে”।
অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে ওসি বলেন, ধর্ষকদের সহযোগী ওই নারী ধর্ষিতার আত্মীয়ের পরিচিত।
Comments