অন্যরকম ভালোবাসার গান
কণ্ঠশিল্পী-সুরকার-সংগীত পরিচালক কিশোরের ‘আমি শুধু তোমাকে চাই’ শিরোনামের নতুন গান আজ পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটির কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।
অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জায়েদ রিজওয়ান।
কিশোর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ‘আমি শুধু তোমাকে চাই’ একটি ভালোবাসার গান। তবে প্রেমের গানে গতানুগতিক মেলোডির যে প্রবণতা থাকে সেখান থেকে বেরিয়ে ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করা হয়েছে গানটিতে।”
উল্লেখ্য, কিশোর অনেকদিন থেকে গানে মুগ্ধ করে চলেছেন শ্রোতাদের। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রেও উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় গান।
Comments