মালয়েশিয়ায় পাচার হওয়ার আগে ১৪ নারীসহ উদ্ধার ৩১
মালয়েশিয়ায় পাচার হওয়ার ঠিক আগে কক্সবাজারের মহেশখালী থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে তাদের সমুদ্রপথে পাচারের প্রস্তুতির সময় গতরাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আলম চৌধুরী বলেন, পুলিশের একটি দল সোনাদিয়ায় অভিযান চালিয়ে পাচারের মুখে থাকা মানুষগুলোকে উদ্ধার করে।
এদের মধ্যে ১৪ জন নারী ও ছয় শিশু রয়েছে।
তবে অভিযানের আগেই পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Comments