বিয়ে করছেন তারিক আনাম খান!

Tariq Anam Khan
তারিক আনাম খান এবং স্পর্শিয়া। ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। তিনি আবারও বিয়ে করছেন! তাও আবার হাঁটুর বয়সী স্পর্শিয়াকে! তবে তা বাস্তবে নয় সিনেমার গল্পে। তারিক আনাম খান এবং স্পর্শিয়া জুটি-বেঁধে নতুন ছবিটিতে অভিনয় করছেন। অনন্য মামুন পরিচালিত এ ছবিটির নাম ‘আবার বসন্ত’।

তারিক আনাম খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ছবির মাধ্যমে দর্শকরা বাংলা চলচ্চিত্রে এক নতুন ধরনের গল্প ও নির্মাণ পাবেন। অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধ, মানবিকতা, পরিবার ও একাকীত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্ন মাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে। ‘আবার বসন্ত’ ছবির বার্তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।”

এদিকে ছবিটি নিয়ে স্পর্শিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার অভিনয় জীবনের একটি বড় অর্জন হতে যাচ্ছে এ ছবিটি। তারিক আনাম খান নিজেই একটি প্রতিষ্ঠান। তার সামনে দাঁড়িয়ে অভিনয় করার জন্য সাহসের প্রয়োজন হয়। আমি নিশ্চিত, ‘আবার বসন্ত’ শুধু আমাদের জীবনে নয়, বাংলা সিনেমার দর্শকের জন্য নতুন কিছু যোগ করবে।”

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago