রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

Fire at Suhrawardy
১৪ ফেব্রুয়ারি ২০১৯, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন নেভাতে কর্মরত দমকল বাহিনী। ছবি: পলাশ খান

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

রাত সাড়ে ৯টার দিকে দমকল বাহিনীর মহাপরিচালক আলী আহমেদ খান কর্তব্যরত সাংবাদিকদের বলেন যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব রোগীকে নিরাপদে নরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতালের স্টোর রুমে আগুনের সূত্রপাত হওয়ার পর তা আশপাশের রুমগুলোতে ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।

উল্লেখ্য, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে শিশু-গাইনি ও সার্জারি ওয়ার্ড রয়েছে। রাত ৮টার দিকে পাওয়া খবরে জানা যায় দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

দমকল বাহিনীর সদরদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতালের ভেতরে অনেক ধোঁয়ার সৃষ্টি হওয়ায় রোগীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে আমাদের ফটোসাংবাদিক পলাশ খান জানান, ইতোমধ্যে বেশ কয়েকজন রোগীকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Fire at Suhrawardy
১৪ ফেব্রুয়ারি ২০১৯, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগলে রোগীদের সরিয়ে নেওয়া হয়। ছবি: পলাশ খান

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago