আরও ১২শ পর্নো সাইট বন্ধ
সরকার দেশে নতুন করে আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক গেটওয়ে থেকে সেসব সাইটের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর পক্ষ থেকে আজ (১৪ ফেব্রুয়ারি) দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করা হয়।
একটি জনপ্রিয় আইআইজির মালিক এমএ হাকিম বলেন, “পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলো দ্রুত বন্ধ করে দেওয়ার একটি নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে।”
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ২৪৪টি পর্নো সাইট বন্ধ করে দেওয়া হয়। সেসময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, পর্নো সাইটের পাশাপাশি পর্যায়ক্রমে ক্ষতিকারক সব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর হাইকোর্ট পর্নো সাইটগুলো বন্ধ করতে সরকারকে নির্দেশ দেন। সেসময় বিটিআরসি প্রায় ৫০০ সাইট বন্ধ করে দিয়েছিলো।
Comments