প্রধানমন্ত্রী হিসেবে শেষ মেয়াদের ইঙ্গিত দিলেন শেখ হাসিনা
শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান এবং পরপর এই তৃতীয় মেয়াদই তাঁর শেষ মেয়াদ হতে পারে এমনটা ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি তরুণ নেতাদের জন্য জায়গা তৈরি করতে চান।
জার্মানির সরকারি আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়েচে ভেলে’কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, “এবার আমি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছি এবং এর আগেও আমি প্রধানমন্ত্রী (১৯৯৬-২০০১) ছিলাম। সেদিক থেকে এটি আমার চতুর্থ মেয়াদ। আমি আরও অধিক সময় ধরে আর প্রধানমন্ত্রী থাকতে চাই না।”
“আমি মনে করি যে প্রত্যেকেরই একটা পর্যায়ে গিয়ে থামা উচিত। যাতে আমরা তরুণ প্রজন্মকে জায়গা করে দিতে পারি,” যোগ করেন বঙ্গবন্ধু-কন্যা।
পুনঃনির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক কোন সংবাদ মাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার মেয়াদের বাকি সময় দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা হবে প্রথম অগ্রাধিকার।
Comments