মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ১ বাংলাদেশিসহ আটক ৬
সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ তিন বিদেশি ও দুই মালয়েশিয় নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহামাদ ফুজি হারুন।
আইজিপির বরাত দিয়ে দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারির মধ্যে জোহর, সেলাঙ্গর এবং সাবাহ এলাকায় ছদ্মবেশে থাকা এই ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ফুজি হারুন বলেন, “আটককৃতদের মধ্যে দুজন মালয়েশীয় এবং সিঙ্গাপুর, বাংলাদেশ, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার অপর একটি দেশের একজন করে নাগরিকসহ চারজন রয়েছেন।”
বুকিত আমান বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম বিভাগের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আইজিপি আরও জানান, গত ১৯ ডিসেম্বর জোহর বারু এলাকা থেকে ৪৮ বছর বয়সী সিঙ্গাপুরের এক ব্যবসায়ীকে প্রথম আটক করা হয়। বর্তমানে সিরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নেতা আকিল জয়নালের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন।
গত ১৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে আইজিপি বলেন, “সিঙ্গাপুরের এই ব্যবসায়ী জোহর বারু এলাকার একটি ভবনে হামলার উদ্দেশ্যে নতুন জঙ্গি সদস্য নিয়োগের জন্য আকিলের কাছ থেকে অর্থ সহায়তাও পেয়েছিলেন।”
এছাড়া, গত ১৯ ডিসেম্বরেই কালাঙ্গ এলাকা থেকে ৩১ বছর বয়সী বাংলাদেশি এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়।
“আমরা বিশ্বাস করি যে তিনি আইএস’র একজন উগ্র-সমর্থক এবং তিনি সন্ত্রাসী গোষ্ঠীটির জন্য জঙ্গি সদস্য নিয়োগে কাজ করে আসছিলেন,” যোগ করেন আইজিপি।
Comments