পাকিস্তানকে ‘এক ঘরে’ করতে চায় ভারত
কাশ্মীরে ইসলামি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেইএম) হামলায় গতকাল ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৪ সদস্যের নিহত হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানকে ‘এক ঘরে’ করার কথা ভাবছে ভারত।
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ (১৫ ফেব্রুয়ারি) বলেন, সন্ত্রাসী হামলার কারণে কূটনৈতিকভাবে পাকিস্তানকে ‘এক ঘরে’ করার সব চেষ্টাই করে যাওয়া হবে।
তিনি জানান, প্রথম পদক্ষেপ হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী পাকিস্তানকে যেসব সুবিধা দেওয়া হয় তা তুলে নেওয়া হবে।
পাকিস্তান-ভিত্তিক সংগঠন জেইএমের এই আক্রমণের ফলে ভারত এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানানো হয়।
Comments