ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগে জামায়াতের প্রতিক্রিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগে প্রতিক্রিয়া জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
আজ (১৫ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “তার (ব্যারিস্টার আব্দুর রাজ্জাক) পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত।”
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একই সাথে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তার অতীতের সকল অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।”
তিনি আরও বলেন, “তার (ব্যারিস্টার আব্দুর রাজ্জাক) পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত। পদত্যাগ করা যে কোনো সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।”
ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে তাদের সম্পর্ক অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে আশা করা হয়।
আরও পড়ুন:
Comments